যশোরের বেনাপোল সীমান্তে পৃথক চারটি অভিযানে স্বর্ণবার, মাদক, শাড়ি, কসমেটিকসহ প্রায় এক কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি।
সোমবার (১১ আগস্ট) দুপুর থেকে রাত পর্যন্ত পৃথক ৪টি অভিযানে এসব চোরাচালান পণ্য জব্দ করা হয়। এসময় সোহাগ নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়। আটক সোহাগ মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের খলিল মিয়ার ছেলে।
যশোর ৪৯-ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, হামিদপুর বাস স্ট্যান্ড থেকে ১১৬ গ্রাম ওজনের একটি স্বর্ণবারসহ সোহাগকে আটক করা হয়।
তিনি আরও জানান, এছাড়া বেনাপোল সীমান্তে অন্য অভিযানে মালিকবিহীন মাদক, শাড়ি ও কসমেটিক পণ্য জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের বাজারমূল্য ৯৫ লাখ ৫৭ হাজার টাকা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ