চাঁদপুরে শাহরাস্তিতে ভোর রাতে অভিযানে ১৬শ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে পুলিশ আটক করেছে। আটককৃতরা হলেন, মোছা: ফাতেমা বেগম (৪০) ও ছমুদা (৫৫)।
১ আগস্ট গভীর রাতে গোপন সংবাদে টামটা দক্ষিণ ইউনিয়নে ৫নং ওয়ার্ড ওয়ারুক বাজার রেলগেটের দক্ষিণ পাশে চেকপোস্ট বসানো হয়।
এসময় দুজনকে থামিয়ে তল্লাশিকালে ফাতেমার বুকের ভেতরে রাখা পলিথিন মোড়ানো প্যাকেট থেকে এক হাজার ইয়াবা এবং ছমুদার জুতার ভিতরে দুই প্যাকেট থেকে ৬শ ইয়াবা উদ্ধার করা হয়। মোট ওজন ১শ ৬০ গ্রাম। যার আনুমানিক মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা।
শাহরাস্তি থানার ওসি মোহাম্মদ আবুল বাসার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে তারা দীর্ঘদিন ধরে স্বল্প দামে ইয়াবা কিনে বিভিন্ন এলাকায় বেশি দামে বিক্রি করছিল। এই চালান স্থানীয় খুচরা ব্যবসায়ীদের কাছে সরবরাহের উদ্দেশ্যে আনা হয়েছে।
পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: অলি উল্লাহর সহায়তায় এসআই নুরুল আনোয়ার এর নেতৃত্বে একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০ (ক) ধারায় শাহরাস্তি থানায় মামলা রুজু হয়েছে। আটক দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএ