চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে অপহরণের শিকার কিশোর সাজু ত্রিপুরাকে (১৭) দুই দিন পর উদ্ধার করেছে পুলিশ। সোমবার ফটিকছড়ি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এর আগে গত শনিবার গভীর রাতে রাঙ্গাপানি চা বাগান সংলগ্ন নলুয়াপাড়া থেকে সাজুকে পুলিশ পরিচয়ে অপহরণ করা হয়েছিলো।
ভূজপুর থানার ওসি মো. মাহবুবুল হক জানান, এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাজুর কাছ থেকে পুলিশ বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে। যাতে অপহরণকারীদের খুঁজে বের করতে সহজ হয়। পুলিশ অভিযুক্তদের খুঁজে বের করতে কাজ করছে।
সাজুর স্বজনদের বরাতে পুলিশ জানায়, অপহরণের রাতে সাজু তার বড় ভাই রাজু ত্রিপুরার সাথে স্থানীয় একটি মুদি দোকানে ছিলো। এই সময় আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরা একজনসহ ৮-৯ জনের একটি দল মাইক্রোবাসে করে সেখানে আসে। তারা সাজুকে একজন আসামির বাড়ি চিনিয়ে দেওয়ার কথা বলে দোকান থেকে নিয়ে যায়। এরপর তাকে গাড়িতে তোলার পর কিছু বুঝে উঠার আগেই তারা সেখান থেকে সাজুকে নিয়ে চলে যায়। তিন ঘন্টা পর একটি মোবাইল নম্বর থেকে পরিবারের কাছে ফোন করে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। নির্দিষ্ট সময়ে টাকা না দিলে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পরদিন সাজুর বাবা ভ‚জপুর থানায় লিখিত অভিযোগ দেন।
বিডি প্রতিদিন/এএম