‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস। দিবসটি উপলক্ষে বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা আমরা কাজ করি একেকের আয়োজনে মঙ্গলবার সকালে র্যালি বের হয়। র্যালিটি সংস্থার কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র্যালিতে একেকে’র নির্বাহী পরিচালক এম এ জলিলসহ সংস্থাটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা আমরা কাজ করি একেকে’র আয়োজনে এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফের সহযোগীতায় র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সরকারি, বেসরকারি দপ্তরের প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা, তরুণ উদ্যোক্তা, এনজিও প্রতিনিধি,শিক্ষক, সাংবাদিকসহ সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের মধ্যে উদ্যোগ উন্নয়নের অনুদানের চেক বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএ