অস্ত্রোপচারের পর পুনবার্সন চলছিল বেশ কিছুদিন ধরেই। এবার ক্রিকেটীয় প্রস্তুতিও শুরু করলেন সূর্যকুমার যাদব। স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচারের পর ব্যাটিং অনুশীলনে ফিরলেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক। লক্ষ্য তার এশিয়া কাপের আগে পুরোপুরি প্রস্তুত হয়ে ওঠা।
বেঙ্গালুরুতে সেন্টার অব এক্সিলেন্সে (জাতীয় একাডেমি) ব্যাটিং অনুশীলন শুরু করেছেন সূর্যকুমার। ভারতীয় বোর্ডের মেডিকেল স্টাফদের পর্যবেক্ষণে আছেন তিনি এখনও। ক্রমে তার ওয়ার্কলোড বাড়ানো হবে।
গত জুনে জার্মানির মিউনিখে অস্ত্রোপচার হয় সূর্যকুমারের। প্রাথমিকভাবে লক্ষ্য ছিল এই মাসের বাংলাদেশ সফরের আগে তার পুরো ফিট হয়ে ওঠা। তবে সেই সফর পিছিয়ে গেছে আগামী বছরে। এখন তিনি তাকিয়ে এশিয়া কাপে। আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু এশিয়া কাপ। ভারতের প্রথম ম্যাচ পরদিন দুবাইয়ে আমিরাতের বিপক্ষে।
৩৪ বছর বয়সী ব্যাটসম্যান সবশেষ খেলেছেন জুনে মুম্বাই টি-টোয়েন্টি লিগে। স্বীকৃতি ক্রিকেটে তাকে সবশেষ দেখা গেছে গত ১ জুন আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে। এশিয়া কাপের আগে ব্যাটিং অনুশীলনের অংশ হিসেবে সেন্টার অব এক্সিলেন্সে কিছু প্রস্তুতি ম্যাচ খেলতে পারেন তিনি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ