বাগেহাটের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কামরুল হাসানের ব্যক্তিগত মোবাইল নম্বর, ই-মেইল (জিমেইল) আইডি এবং ব্যক্তিগত মোবাইল ফোনে ব্যবহৃত হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার অ্যাপ হ্যাক করেছে অজ্ঞাত হ্যাকারা। এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।
সোমবার সকালে বাগেহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান স্বাক্ষরিত জেলা প্রশাসকের কার্যলয়ের গোপনীয় শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বাগেরহাটের জেলা প্রশাসনের এই বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের হ্যাক হওয়া ব্যক্তিগত মোবাইল নম্বর, ইমেইল (জিমেইল) আইডি এবং ব্যক্তিগত মোবাইল ফোনে ব্যবহৃত হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার অ্যাপ ব্যবহার করে যাতে কেই আর্থিক লেনদেন ও অনৈতিক কার্যক্রম করতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম