বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম বলেছেন, বাংলাদেশের মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবে। বিএনপি জনগণের দল, গণতন্ত্রের দল। দেশে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার মাধ্যমে জাতিকে বিভক্ত করার চেষ্টা হচ্ছে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ষড়যন্ত্র যেন সফল না হয়।
শুক্রবার বিকেলে বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রফিকুল ইসলাম বলেন, ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ নির্যাতন ও দুঃশাসনের পর একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ তৈরি করার সুযোগ পেয়েছি। এ নতুন বাংলাদেশ নির্মাণ করতে আমরা সবাই একটি বিষয়ে একমত। সেটি হলো প্রত্যেক মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে যে ৩১ দফা প্রণয়ন করা হয়েছে, তা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির মূল চাবিকাঠি।
দিগদাইড় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম পান্নার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী, যুবদল নেতা রাশেদুজ্জামান হান্নান, রেজাউল করিম, জিএম আলী হাসান নারুন, জাহিদুল ইসলাম, আমিনুল ইসলাম, বিটুল মিয়া ও রুবেল মিয়া প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই