গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করে মানববন্ধন করেছে রাঙামাটির বাঘাইছড়ি প্রেসক্লাব। শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে প্রেসক্লাবের আয়োজনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্থানীয় গণমাধ্যমকর্মীরা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন। বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল মাবুদের সভাপতিত্বে এতে বাঘাইছড়িতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, এক সময় দেশের গণমাধ্যম ক্ষমতাশালীদের কাছে জিম্মি ছিল, এখন তা মুক্ত। কিন্তু এখনও কিছু দুষ্কৃতকারী সুযোগ নিয়ে সাংবাদিকদের নির্যাতন, নিপীড়ন এবং হত্যা করছে। অতীতেও সাংবাদিক হত্যার বিচার হয়নি। দেশের স্তম্ভকে আঘাত করলে কোনো দেশ উন্নত হতে পারে না।
তারা অবিলম্বে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা সরকারের কাছে।
বিডি প্রতিদিন/আশিক