বগুড়ার শাজাহানপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় আপন দুই ভাই নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।
শনিবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বনানী বাইপাস ঢাকা-রংপুর মহাসড়কের বেতগাড়ি এলাকায় বাসচাপায় দুটি সিএনজি ও একটি অটোরিক্সার সাত যাত্রী গুরুত্বর আহত হন। পরে আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।
এসময় বাসটি হাইওয়ে পুলিশের টহলরত একটি মাইক্রোবাসকেও ধাক্কা দেয়। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে ভাঙচুর চালায় ও মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে অবরোধ করে। এসময় প্রায় ১ ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়।
আহতরা হলেন মো. শাকিল, মোছা. রেশমী, মোছা. দোলেনা, মোছা. সালমা, মো. মোকছেদুল। এছাড়া দুইজনের পরিচয় জানা যায়নি।
জানা গেছে, শনিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বনানী বাইপাস ঢাকা-রংপুর মহাসড়কের বেতগাড়ি এলাকায় ঢাকা থেকে আসা রংপুরগামী একটি যাত্রীবাহী বাসের পেছনের চাকা বিস্ফোরিত হয়ে নিয়ন্ত্রণ হারায়। বাসটি প্রথমে হাইওয়ে পুলিশের টহলে থাকা একটি মাইক্রোবাসে ধাক্কা দেয়। পরে সামনে থাকা দুইটি সিএনজি ও একটি অটোরিক্সা চাপা দেয়। এরপর বাসটি মহাসড়কের ডিভাইডারে ধাক্কা লাগে। এতে অটোরিকশার চালকসহ সাত যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সংঘর্ষে দুইটি সিএনজি ও একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়।
এদিকে দুর্ঘটনার পর স্থানীয় এলাকাবাসী বনানী বাইপাসে ফ্লাইওভার নির্মাণের দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেন। এসময় মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় ১ ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। অবরোধের খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়রা জানান, এখানে প্রায় দিনই দুর্ঘটনা ঘটে। এরআগেও কয়েকবার এই স্থানে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। অনেক যানবাহন ও মানুষ ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হন। তাই এখানে ফ্লাইওভার নির্মাণ করলে দুর্ঘটনা অনেকটা কমে যাবে।
এরআগে শুক্রবার (৮ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে একই উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের মাঝিড়া এলাকায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের দুই মামাসহ ৩জন আহত হয়। গুরুতর আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন-বগুড়ার শেরপুর উপজেলার বনমরিচা গ্রামের হযরত আলীর দুই ছেলে মোঃ আকাশ (২৫) ও মোঃ আরিফ (২১)। আহতরা হলেন-তাদের মামা হায়দার আলী (৫০), আবদুল আজিজ (৩৮) এবং অপরজন হলেন মোঃ পলাশ (৩৫)।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, শুক্রবার রাতে বাস দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আতহ হয়েছেন ৩জন। এছাড়া শনিবার উপজেলার বনানী বাইপাস ঢাকা-রংপুর মহাসড়কের বেতগাড়ি এলাকায় বাস চাপায় দুটি সিএনজি ও একটি অটোরিক্সার সাত যাত্রী গুরুত্বর আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/হিমেল