গাজীপুরের শ্রীপুরে পিস্তল নিয়ে একটি রেস্টুরেন্টে কিশোর-কিশোরীর খুনশুটি করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার বিকালে ভিডিওটি ভাইরাল হয়। অল্প সময়ের মধ্যে তা টক অব দ্য শ্রীপুরে পরিণত হয়। পুলিশ বলছে, এটি অনেক পুরাতন ভিডিও। প্রায় দেড় মাস আগে অভিযুক্ত ওই কিশোরকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। সে এখন কারাগারে। খোঁজ নিয়ে জানা গেছে, রেস্টুরেন্টে অস্ত্র নিয়ে খুনশুটি করা ওই কিশোরের নাম সাজ্জাদ হোসেন মোড়ল আলিফ। সে তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকার ইলেকট্রিক মিস্ত্রি আজাহারুল মোড়লের ছেলে। তার সঙ্গে থাকা কিশোরীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। উল্টো পাশ থেকে ভিডিও করা ব্যক্তিকেও শনাক্ত করা যায়নি।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রেস্টুরেন্টে টেবিলে বসে কিশোর-কিশোরী গল্প করছে। সামনের টেবিলে সাজানো আছে খাবার। টেবিলের উল্টো পাশে অন্য কেউ তাদের সঙ্গে কথা বলছিল। কথার ফাঁকে এক সময় কিশোর পিস্তল বের করে কিশোরীর হাতে তুলে দেয়। কিশোরী হাসিতে ফেটে পড়ে। পিস্তল নিয়ে তাক করে কিশোরের দিকে আবার টেবিলের উল্টো পাশের অন্য ব্যক্তির দিকেও। এ সময় সবাই হাসতে থাকে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যবসায়ী জানান, এমসি বাজার এলাকায় আলিফের কিশোর গ্যাং আছে। তারা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। কিছুদিন আগে চাঁদাবাজি ও অপহরণের ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক জানান, ভিডিওটি অনেক পুরোনো। কিছুদিন আগে অপহরণ ও চাঁদাবাজির মামলায় কিশোর গ্যাং আলিফকে গ্রেপ্তার করা হয়েছে। সে এখন কারাগারে। তার কাছ থেকে তখন (গ্রেপ্তারের সময়) কোনো অস্ত্র উদ্ধার করা হয়নি বলে ওসি জানান। তিনি বলেন, ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে আপাতত কিছু বলা যাবে না। যাচাইবাছাই ছাড়া নিশ্চিত করে বলা যাবে না- এটি আসল পিস্তল, না খেলনা। তবে পুলিশ বিষয়টি গুরুত্ব দিচ্ছে।