বানারীপাড়া ও উজিরপুর উপজেলা নিয়ে গঠিত বরিশাল-২ আসনটি বিএনপির দুর্গ হিসেবে পরিচিত। এ আসনে বিএনপির প্রার্থী হওয়ার দৌড়ে রয়েছেন আটজন। তারা হলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশবিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দিন সান্টু ও দুলাল হোসেন, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, বিএনপি নেতা কর্নেল (অব.) সৈয়দ আনোয়ার হোসেন, সাবেক হুইপ শহীদুল হক জামালের ছেলে সৈয়দ সাইফুল হক সাইফ। এ আসনে জামায়াতের প্রার্থী আবদুল মান্নান ও ইসলামী আন্দোলনের মাওলানা নেছারউদ্দিন। খেলাফত মজলিসও প্রার্থী দেবে এ আসনে। তবে এনসিপিসহ অন্য কোনো দলের প্রার্থী হিসেবে প্রচারে কাউকে দেখা যাচ্ছে না।
বরিশাল-২ নির্বাচনি এলাকার কয়েকজন বিএনপি নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, সব স্তরের নেতা-কর্মীরা আস্থা রেখেছিলেন
বিএনপির নির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দিন সান্টুর ওপর। কিন্তু সম্প্রতি দুই উপজেলার চারটি কমিটি করায় তৃণমূলের আস্থা হারিয়েছেন তিনি। তার একচ্ছত্র আধিপত্যে ভাটা পড়েছে। তৃণমূল নেতা-কর্মীরা তার বিকল্প নেতার ছায়ায় ছুটছেন। এ ক্ষেত্রে কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু অথবা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের ওপর আস্থা রেখেছেন। নেতা-কর্মীদের মন্তব্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রার্থী হলে ভালো হবে। উল্লেখ্য, সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে বরিশাল-২ আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ৫৮ হাজার ২৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮২ হাজার ৩৬৮ ও নারী ১ লাখ ৭৫ হাজার ৮৭৭ জন।