আবারও অস্থিরতা দেখা দিয়েছে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টিতে (জাপা)। দলটির সিনিয়র কো-চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে আজ রাজধানীর গুলশানের ইমানুয়েল পার্টি সেন্টারে জাতীয় পার্টির দশম জাতীয় কাউন্সিল ডেকেছেন দলটির বেশির ভাগ সিনিয়র নেতা। কাউন্সিলে আনিসুল ইসলাম মাহমুদের সঙ্গে থাকছেন মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য এ টি ইউ তাজ রহমান, সোলায়মান আলম শেঠ, নাসরিন জাহান রত্না, নাজমা আকতার, মেজর রানা মোহাম্মদ সোহেল (অব.), লিয়াকত হোসেন খোকা, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, মাসরুর মওলা, জসিম উদ্দিন ভূইয়া, আরিফুর রহমান খান, ফখরুল ইমাম, লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, সৈয়দ দিদার বখত, এ কে এম সেলিম ওসমান, নাছির উদ্দিন মাহমুদ, জহিরুল আলম রুবেল, আমিনুল ইসলাম ঝন্টু প্রমুখ। এদিকে জাপার সম্মেলন আয়োজনের কোনো এখতিয়ার নাই বলে উল্লেখ করেছেন জি এম কাদের মনোনীত দলীয় মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। আজকের সম্মেলনে অংশ নিয়ে আবারও জাতীয় পার্টির ‘মূল ধারায়’ ফিরছেন কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, শফিকুল ইসলাম সেন্টু, শাহিদুর রহমান টেপা, নুরুল ইসলাম মিলন, জিয়াউল হক মৃধা, খান ইসরাফিল খোকনসহ দলটির বেশির ভাগ সিনিয়র নেতা ও সাবেক সংসদ সদস্য। এ ছাড়া আজকের সম্মেলনে দেশের প্রায় ৫০টি জেলা কমিটির নেতারা অংশ নিয়ে ব্যারিস্টার আনিসের শিবিরভুক্ত হবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। অপরদিকে দলটির বর্তমান চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে রয়েছেন রংপুরের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, আবদুর রশিদ সরকার, শামীম হায়দার পাটোয়ারী, রেজাউল ইসলাম ভূঁইয়া, সাইফুদ্দিন আহমেদ মিলন, আলমগীর শিকদার লোটন, শেরিফা কাদের, মনিরুল ইসলাম মিলন, আবদুস সবুর মাসুদ প্রমুখ। জানা গেছে, সম্মেলন ঘিরে জাপার সিনিয়র নেতা থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের বেশির ভাগ নেতা-কর্মী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের সঙ্গে সংহতি প্রকাশ করে সম্মেলনে যোগ দিচ্ছেন। কাউন্সিল উপলক্ষে গতকাল রাজধানীর গুলশানের হাওলাদার টাওয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘দলের বিভক্তি ভেঙে নবযাত্রায় হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টিকে গড়ে তোলা হবে। আদালতের আদেশ ও গঠনতান্ত্রিক উপায়ে কাউন্সিল অনুষ্ঠিত হবে। জাতীয় পার্টি কোনো একক নেতৃত্বে চলবে না, কাউন্সিলের পর জাতীয় পার্টি পরিচালিত হবে যৌথ নেতৃত্বের মাধ্যমে। আমরা মুখে মুখে গণতন্ত্র চর্চা করব না। গণতন্ত্রের চর্চা শুরু হবে জাতীয় পার্টির কার্যক্রমের মধ্য দিয়ে। কাউন্সিলের পর জাতীয় পার্টির গঠনতন্ত্রের সব অগতান্ত্রিক ধারা বাতিল করা হবে।’ তিনি আরও বলেন, ‘পরিষ্কারভাবে বলতে চাই, কাউন্সিল করা হচ্ছে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ প্রতিষ্ঠিত জাতীয় পার্টির। নির্বাচন কমিশনে যার নিবন্ধন নম্বর ১২। এখানে অন্য কোনো বিভাজনের আশঙ্কা নেই। বরং খণ্ডিত জাতীয় পার্টির অংশগুলোকে একছাতার নিচে নিয়ে এসে ঐক্যবদ্ধ করে এরশাদের স্বপ্ন বাস্তবায়নে কাজ শুরু করবেন তাঁর সারথিরা।’ এদিকে জাতীয় পার্টির সম্মেলন আয়োজনের কোনো এখতিয়ার নাই বলে উল্লেখ করেছেন জি এম কাদের মনোনীত জাপার মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। গতকাল জাপার কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আদালতের আদেশে দেখা গেছে, শুধু পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং দলীয় দপ্তর সম্পাদকের কার্যক্রম সাময়িক নিষিদ্ধ। এখানে যাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে, তাঁদের অব্যাহতি প্রত্যাহারের কোনো আদেশ আদালত দেননি। সুতরাং জাতীয় পার্টির সম্মেলন আয়োজন করার কোনো এখতিয়ার তাঁদের নেই। এই কাউন্সিলের সঙ্গে জাতীয় পার্টির কোনো সম্পর্ক নেই।
শিরোনাম
- অস্থিরতায় ফ্ল্যাটের বাজার, রডের দাম নিম্নমুখী
- ইসরায়েলে অস্ত্র রফতানি বন্ধের সিদ্ধান্ত জার্মানির
- শনিবার থেকে ঢাকায় ভ্যাপসা গরম বাড়তে পারে
- কুমিল্লায় ফুটবল ম্যাচ শেষে ফেরার পথে ট্রাক খাদে, স্কুলছাত্র নিহত
- ফটিকছড়িতে ধানক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- কুমিল্লায় ফুল কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
- কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ী নিহত
- মৌসুম শুরুর আগেই বড় ধাক্কা চেলসি শিবিরে
- জাবির ১৭ হলে ছাত্রদলের কমিটি অনুমোদন
- কাশিমপুর কারাগার থেকে ৩ ফাঁসির আসামির পালানোর চেষ্টা, মামলা
- চবিতে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, আহত ২ শিক্ষার্থী
- গ্রহণযোগ্য-নিরপেক্ষ নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে পুলিশ : ডিএমপি কমিশনার
- জননিরাপত্তা নিশ্চিতে নগরীকে আলোকিত করতে হবে: মেয়র শাহাদাত
- রাজধানীতে তিন ছিনতাইকারীকে হাতেনাতে আটক
- কলকাতায় অফিস খুলে বাংলাদেশবিরোধী কার্যক্রম চালাচ্ছেন হাসিনা : রিজভী
- রোনালদোর হ্যাটট্রিকে প্রীতি ম্যাচে বড় জয় আল নাসরের
- মেলবোর্নে প্রথমবারের মতো চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান
- ফ্লোরিডায় সাড়ে চার হাজার রোগীকে সেবা দিয়ে গ্রেফতার ‘ভুয়া নার্স’
- এক আঙুলে ১৪৪ কেজি ওজন তুলে চীনা যুবকের বিশ্বরেকর্ড
- ‘তথ্য গোপন’ করে সংগঠনে যুক্ত হওয়া তদন্তে কমিটি ঢাবি ছাত্রদলের