জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মেহেরপুরে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার (৬ আগস্ট) বিকেলে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। গণমিছিলটি মেহেরপুর সড়ক বিভাগের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে কাথুলি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। মিছিলে বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
গণমিছিলের পূর্বে সড়ক বিভাগের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য দেন মাসুদ অরুন, জাহাঙ্গীর বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ৪ আগস্ট পর্যন্ত যারা বিএনপির আন্দোলনে মাঠে ছিল না, তারা ৫ আগস্টের পর হঠাৎ করে বিজয় মিছিল করছে। এরা আসলে আওয়ামী লীগের প্রেতাত্মা।
বক্তারা আরও অভিযোগ করেন, মেহেরপুরে সারের তীব্র সংকট দেখা দিয়েছে। কৃষি বিভাগ ও শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন দপ্তরে এখনো আওয়ামী লীগের প্রেতাত্মারা সক্রিয় রয়েছে। এদেরকে সতর্ক করার আহবান জানান তারা।
বিডি প্রতিদিন/এএ