রংপুরের পীরগঞ্জে ব্যবসায়ী আশরাফুল ইসলাম হত্যা মামলায় আব্দুল খালেক মন্ডল (৫৫) নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় খালেক আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলায় অভিযুক্ত অন্য চার আসামি- পীরগঞ্জের চকরাঙ্গামাটির মকবুল হোসেন (৫০), দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আবু হেনা মোস্তফা কামাল (৪৭), পীরগঞ্জের কাটাদুয়ার এলাকার সৈয়দ আসাদুজ্জামান (৩২) ও গৌরেশ্বরপুরের নাজনীন নাহার আক্তার রিপাকে (২৭) আদালত খালাস দিয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৫ জানুয়ারি ব্যবসায়ী আশরাফুল ইসলাম তার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। প্রায় এক মাস পর, ১৭ ফেব্রুয়ারি পীরগঞ্জের চতরাই ইউনিয়নের একটি বন্যা আশ্রয়ন কেন্দ্রের পরিত্যক্ত সেফটি ট্যাংক থেকে তার গলিত লাশ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের স্ত্রী মোরশেদা খাতুন পীরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার তদন্তে পুলিশ অভিযুক্ত খালেককে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে খালেক আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে পুলিশ খালেকসহ মোট পাঁচজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয়।
মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আদালত একমাত্র আসামি আব্দুল খালেককে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি কৌঁসুলি আফতাব উদ্দিন।
আসামিপক্ষের আইনজীবী আব্দুর রশিদ চৌধুরী জানান,'আমরা মনে করি ন্যায়বিচার পাইনি। এ রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব।'
বিডি প্রতিদিন/মুসা