চাঁদপুরের ফরিদগঞ্জে বাল্যবিয়ের হাত থেকে নিজেকে রক্ষায় সাহসী পদক্ষেপ নিয়েছে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী। নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ের আয়োজন শুরু হলে সে সরাসরি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে লিখিতভাবে আবেদন করে বিয়ে বন্ধে সহায়তা চায়।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পঙ্কজ শর্মা জানান, শিক্ষার্থীর কাছ থেকে লিখিত আবেদন পাওয়ার পরই তিনি বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবগত করেন।
উক্ত শিক্ষার্থীর মা, যিনি প্রবাসে থাকা একজন ব্যক্তির স্ত্রী, প্রথমে জানান যে—বিয়ের বিষয়ে পারিবারিকভাবে কিছু আলোচনা হয়েছে ঠিকই, তবে এখনো নির্দিষ্ট কোনো দিনক্ষণ ঠিক করা হয়নি। পরে মেয়ের ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, “এখন আর মেয়ের বিয়ে দেব না।”
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া জানান, “একজন শিক্ষার্থীর পক্ষ থেকে এমন সচেতন ও সাহসী সিদ্ধান্ত অবশ্যই প্রশংসনীয়। আমরা খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছি।”
বিডি প্রতিদিন/আশিক