যমুনা নদীবেষ্টিত কাওয়াকোলা চরাঞ্চলের এক অসহায় এক বিধবা নারীর পাশে দাঁড়িয়েছেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেন। দুস্থ ও অসহায় রোকেয়া বেগম (৫৭) দোগাছি গ্রামের মৃত আব্দুর রহমানের স্ত্রী।
কাওয়াকোলা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, গত রমজানের আগে অতিকষ্টে ওই নারী এবং স্বামী দিনযাপন করছেন- এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়। আর রমজানের মধ্যে ওই নারীর স্বামী মারা যান। তার কোনো ছেলে নেই। একটি মেয়ে ছিল, তাকেও বিয়ে দিয়েছেন। মঙ্গলবার ভিডিওটি ইউএনওর নজরে এলে তিনি সহায়তার উদ্যোগ নেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেন বলেন, ভিডিও দেখার পর হতদরিদ্র ওই নারীকে অফিসে ডেকে একে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামের নির্দেশে চাল, ডাল, তেলসহ শুকনো খাবার উপহার দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাকে একটি বিধবা ভাতার কার্ড দেওয়া হবে। পাশাপাশি আগামীতে যেকোনো সহযোগিতার প্রয়োজন হলে উপজেলা প্রশাসন তার পাশে থাকবে।
বিডি প্রতিদিন/কেএ