হবিগঞ্জে র্যাবের জালে বন্দি হয়েছে অটোরিক্সা চোর চক্রের ৩ সদস্য। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার দরগাগেইট এলাকায় চালানো অভিযানে চক্রের ওই ৩ সদস্যকে আটক করা হয়। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া একটি অটোরিক্সা (টমটম)। রবিবার (২৭ জুলাই) দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯।
র্যাব জানায়, গত শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে শায়েস্তাগঞ্জ থানার সুদিয়াখলা এলাকার বাসিন্দা মো. জামিল মিয়া (১৭) দাউদনগর বাজার থেকে যাত্রী নিয়ে বড়চর এলাকায় যায়। এসময় যাত্রী নামিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে পার্শ্ববর্তী ঝোপে গেলে মাত্র ১০ মিনিটের মধ্যে তার অটোরিকশাটি (টমটম) চুরি হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও গাড়িটি না পেয়ে জামিলের বাবা রমজান আলী শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
এরই প্রেক্ষিতে র্যাব-৯ সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মাধবপুর উপজেলার দরগাগেইট এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে। আটককৃতরা হল- মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের ফয়সাল মিয়ার ছেলে অন্তর মিয়া (১৯), চুনারুঘাট উপজেলার গাজিপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে নিলয় মিয়া (১৯) ও শায়েস্তাগঞ্জ উপজেলার বাগুনিপাড়া গ্রামের সবুজ মিয়ার ছেলে বিল্লাল মিয়া (১৯)।
র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে.এম. শহিদুল ইসলাম জানান, আটককৃত ৩ জনকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ