সিরাজগঞ্জ শহরের বাজারস্টেশন মুক্তির সোপানে সিরাজগঞ্জ জেলায় অবস্থানরত ১৩জন শহীদের নামে ১৩টি বৃক্ষরোপণ করা হয়েছে। শনিবার দুপুরে জেলা প্রশাসন ও বন বিভাগের ব্যবস্থাপনায় প্রতিটি শহীদ পরিবারের সদস্যরা নিজ হাতে তাদের নিজ পরিবারের শহীদের নামে একটি করে বৃক্ষরোপণ করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গনপতি রায়, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল ও ছাত্র সমন্বয়ক মুনতাসীর হাসান মেহেদী।
ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানে ১৩ শহীদ হলেন-সিরাজগঞ্জ শহরের মাছুমপুর দক্ষিণ পাড়ার বাসিন্দা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান রঞ্জু, গয়লা মহল্লার বিএনপি কর্মী সুমন সেখ ও আব্দুল লতিফ, সদর উপজেলার মেছড়া ইউনিয়নের হাটপাড়ার জাহাঙ্গীর আলম, কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের শিহাব উদ্দিন, রায়গঞ্জ উপজেলার রুদ্রপুরের লেবু, বারইভাগের নজরুল ইসলাম, বেলকুচি উপজেলার বেতিল মাধবপুরের শিহাব আহম্মেদ, গোপরেখী গ্রামের সিয়াম হোসেন, শাহজাদপুর উপজেলার খুকনি ঝাউপাড়ার ইয়াহিয়া আলী, কৈজুরীর অন্তর ইসলাম, রূপপুরের সুজন মাহমুদ ও নাগরদোলার মনিরুজ্জামান।
বিডি প্রতিদিন/এমআই