কুড়িগ্রামে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ৬ শহীদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরের দিকে কুড়িগ্রাম কালেক্টরেট চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
এসময় কুড়িগ্রাম পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ ও জুলাই যুদ্ধে নিহত ৬ শহীদ পরিবারের সদস্যরা, গণ-অঅভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ শেষে অতিথিরা জেলা শহরের কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয় স্তম্ভের পাশে জুুলাই শহীদ স্মৃতিস্তম্ভ ফলকের নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসময় বৈষম্যবিরোধী ছাত্র কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক আব্দুল আজিজ নহিদসহ অনেকেই উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই