বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পুলিশ পরিচয়ে ছিনতাই করতে গিয়ে আটক যুবলীগ সদস্যকে গণধোলাই দিয়ে পুলিশে দেয়া হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার পূর্ব সুজন কাঠি এলাকায় এ ঘটনা ঘটে। আটক সৈয়দ আরিফ ওরফে রিপন মীর উপজেলার রত্নপুর ইউনিয়ন যুবলীগের সদস্য। তার বিরুদ্ধে ছিনতাই ও পুলিশের ছদ্মবেশ ধারনের অভিযোগে মামলা করা হবে বলে আগৈলঝাড়া থানার পরিদর্শক সুশংকর মল্লিক জানিয়েছেন।
তিনি জানান, উপজেলার রত্নপুর ইউনিয়নের পশ্চিম মোল্লাপাড়া গ্রামের মৎস্য চাষী জয় বিশ্বাস মাছ বিক্রির টাকা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ভোর রাতে গৈলা ইউনিয়নের পূর্বসুজনকাঠী এলাকায় পৌঁছলে পুলিশ পরিচয়ে ভ্যানের গতিরোধ করে রিপন মীরসহ তিনজন। তারা জয় বিশ্বাসকে তল্লাশি করে মাছ বিক্রির টাকা মোবাইল ফোন ছিনতাই করে। তখন জয় বিশ্বাসের চিৎকারে স্থানীয় লোকজন ধাওয়া করে রিপনকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে তারা গিয়ে উদ্ধার করেছেন।
এরপূর্বেও রিপন মীর পুলিশের কটি পরে গত ১০ জুলাই ভোর রাতে রাজিহার গ্রামের মৎস্য ব্যবসায়ী শংকর হালদার ও আনোয়ার হাওলাদারকে জিম্মি করে টাকা ও দুটি মোবাইল ছিনতাই করেছে। গত ১৩ জুলাই সকালে বিল্বগ্রাম সড়কে লাইজু বেগমের কাছ থেকে পুলিশ পরিচয়ে ছিনতাই করারও অভিযোগ রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/এএ