জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া ইউনিটের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। রবিবার (৬ জুলাই) রাতে শহরের বকশি বাজার ওয়ার্ড কার্যালয়ে পৌরসভার ১১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিপার আল-বখতিয়ার এ শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, শহর যুবদলের সাবেক সভাপতি মাসুদ রানা মাসুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে রবিবার বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এবং বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবদুল বাছেদ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আবদুল মতিন মন্ডল নির্বাচিত হন। অন্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি পদে অ্যাডভোকেট এম এ কে ফজলুল হক, যুগ্ম সম্পাদক পদে অ্যাডভোকেট এ বি এম সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডভোকেট মো: শফিকুল ইসলাম।