কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ এলাকায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
রবিবার (৬ জুলাই) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ভৈরব উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদওয়ান আহমেদ রাফি।
পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে কালিকাপ্রসাদের মেসার্স হাবিব এন্টারপ্রাইজকে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটির গুদাম থেকে জব্দ করা হয় ১৫০ কেজি নিষিদ্ধ পলিথিন, পাশাপাশি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মমিন ভূঁইয়া উপস্থিত থেকে প্রসিকিউশন প্রদান করেন।
এ সময় সাধারণ মানুষের মাঝে নিষিদ্ধ পলিথিনের ক্ষতিকর দিক তুলে ধরা হয় এবং পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় ভৈরব থানা পুলিশের একটি দল সহায়তা করে। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
বিডি প্রতিদিন/নাজিম