ভোলা থেকে একটি কাভার্ড ভ্যানে করে পাচারের সময় ৩৭ ব্যারেল চোরাই সোয়াবিন তেল জব্দ করেছে র্যাব-৮ এর সদস্যরা। শনিবার রাতে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাটে ঢাকাগামী কার্নিভাল ক্রুজ নামের লঞ্চে অভিযান চালিয়ে ওই তেল জব্দ করা হয়।
এসময় কাভার্ড ভ্যানের চালক ইব্রাহিমকে আটক করে র্যাব। জব্দকৃত তেলের বাজার মূল্য প্রায় ১১ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
র্যাব-৮ এর ভোলার ক্যাম্প কমান্ডার লে. শাহরিয়ার রিফাত অভি সাংবাদিকদের জানান, শনিবার রাত সাড়ে ৮ টার দিকে ইলিশা ঘাটে ঢাকাগামী কার্নিভাল ক্রুজ থেকে একটি কাভার্ড ভ্যানে তল্লাশী করে ৩৭ ব্যারেল চোরাই সয়াবিন তেলসহ চালককে আটক করা হয়। জব্দকৃত ৩৭ ব্যারেলে প্রায় ৬ হাজার ৮৪৫ লিটার তেল রয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১১ লাখ টাকা। এসময় কাভার্ড ভ্যানের চালককে আটক করা হয়। আটককৃত চালকের নাম মো: ইব্রাহীম (৩৫)। তিনি ভোলার বোরহানউদ্দিন উপজেলার মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো: নাছিরের ছেলে।
তিনি আরো জানান, জব্দকৃত চোরাই সয়াবিন তেল ভোলার দৌলতখান উপজেলার থেকে ঢাকায় পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাভার্ড ভ্যান, সয়াবিন তেল ও আটক চালকসহ ভোলা মডেল থানায় হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল