ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় জেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণ বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য ও আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব এটিএম সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে যুগ্ম সচিব মোঃ শফিউল আলম, সিভিল সার্জন ডাক্তার মোঃ কামরুজ্জামান, পুলিশ সুপার মনজুর মোরশেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খালিদ হাসান,জেলা তথ্য অফিসার আব্দুর রউফ এবং ৬ উপজেলার নির্বাহী অফিসারবৃন্দ ছাড়াও সাংবাদিক,সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ তামাকজাত পন্যে নিয়ন্ত্রণের সাথে জড়িত প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খালিদ হাসান প্রজেক্টরের মাধ্যমে জনসমক্ষে ধূমপানের কুফল ও ক্ষতিকারক দিক তুলে ধরেন। জেলা পর্যায়ে প্রশিক্ষণ কর্মশালায় বক্তাগণ এই সংক্রান্ত আইন কার্যকর করতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ করার প্রতি গুরুত্ব আরোপ করেন।
বিডি প্রতিদিন/এএ