কক্সবাজারের উখিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ এক কারবারিকে আটক করেছে ৬৪-বিজিবি (উখিয়া ব্যাটালিয়ন)।
বিজিবি সূত্র জানায়, শনিবার (১০ মে) রাতে হোয়াইক্যং বিওপির টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮ এর নিকটবর্তী কোনাপাড়া এলাকায় মিয়ানমার সীমান্ত দিয়ে কয়েকজনকে অনুপ্রবেশ করতে দেখে চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় টহল দল ধাওয়া করে একজনকে আটক করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যায়।
আটক ব্যক্তির নাম মোজাম্মেল হোসেন (২৬)। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লালু ইসলামের ছেলে। পরে তার পরনের লুঙ্গির ভেতরে প্যাঁচানো একটি প্যাকেট থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
৬৪-বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক আসামি ও উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ টেকনাফ থানায় মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ