বরিশালের বাবুগঞ্জে পরপর চার রাতে কৃষকদের ১১ টি গরু চুরি হয়েছে। এতে ওই উপজেলায় কৃষকদের মাঝে আতংক দেখা দিয়েছে। গরু রক্ষায় কৃষকরা নির্ঘুম রাত কাটাচ্ছে।
স্থানীয়রা জানিয়েছে, গত চার রাতে উপজেলার কেদারপুর ইউনিয়নে চার কৃষকের ১১টি গরু চুরি হয়েছে। নদীবেষ্টিত এ গ্রাম থেকে বেশি গরু চুরি হয়। স্থানীয়রা জানিয়েছে, চোর সন্ধা নদী পথে চোরাই গরু নিয়ে নির্বিঘে চলে যায়। গত চার দিনে ওই গ্রামের সফর আলী সরদারের দুইটি, আক্কেল আলী সরদারের সাতটি, স্বপন সরদার ও হাবিব খানের একটি গরু চুরি হয়েছে। বর্তমানে কৃষকরা আতংকিত হয়ে পড়ছেন।
এ বিষয়ে বাবুগঞ্জ থানার ওসি মো. জহিরুল আলম জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এএম