কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়ন থেকে একজন মাদককারবারীকে আটক করা হয়েছে।
এসময় ৭৫০ গ্রাম গাঁজা, দুটি চাইনিজ চাপাতি, বোতল ভর্তি দেশীয় তৈরি চোলাই মদ ও মাদক বিক্রির ১৪ হাজার দুইশত টাকা উদ্ধার করা হয়।
সোমবার (৫ মে) সকাল ৭টার দিকে যৌথ বাহিনীর একটি আভিযানিক দল ৬ নং ওয়ার্ড টেকঘোনায় এ অভিযান পরিচালনা করে।
এসময় নিজ বাড়ি থেকে নুরুল আজিম (৪৫) নামের একজনকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত করিমদাদ এর পুত্র।
পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) উগগ্যজাই বলেন, যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করবে।
বিডি প্রতিদিন/হিমেল