গাইবান্ধায় ঘাঘট নদীর পাড়ে ‘মানববন্ধন’ নামে একটি মুক্তমঞ্চের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ মুক্তমঞ্চের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
রবিবার (৪ মে) বিকালে এ উপলক্ষে নদী তীরে ঘাঘট শিশু পার্ক সংলগ্ন এলাকায় অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে মুক্ত মঞ্চের কাজ উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, গাইবান্ধার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো যাতে তাদের অনুষ্ঠানগুলো যাতে সহজেই আয়োজন করতে পারে সেজন্যই এই মুক্ত মঞ্চ নির্মাণ করা হচ্ছে।
স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক ও পৌর প্রশাসক একেএম হেদায়েতুল ইসলাম জানান, জেলা প্রশাসন এই মঞ্চটি নির্মাণের উদ্যোগ নিয়েছে। ২৬/২৬ ফুট এই মঞ্চে অনুষ্ঠান আয়োজনে সবধরণের সুযোগ সুবিধা থাকবে। অন্তত ৫শ দর্শক শ্রোতা অনুষ্ঠান উপভোগ করার সুযোগ পাবে। একই সাথে ঘাঘট নদীর সৌন্দর্যের পাশে বসে অনুষ্ঠান দেখার বিষয়টিকেই গুরুত্ব দেয়া হয়েছে। সম্পূর্ণ স্থানীয়ভাবে এই মঞ্চ নির্মিত হচ্ছে।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জহির ইমাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক, সদর উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাবলু মিয়া, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ