কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্কে চার মাস বয়সী মাতৃহীন হাতি শাবকটি মারা গেছে। স্থানীয় সূত্রে অভিযোগ উঠেছে, সাফারি পার্কের ভেটেরিনারি হাসপাতালের সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলা এবং যথাযথ চিকিৎসা না নেওয়ার কারণেই হাতি শাবকটির মৃত্যু হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে ভেটেরিনারি সার্জন ডা. খাতেম জুলকার নাইন জানান, “দায়িত্বে অবহেলার অভিযোগ সত্য নয়। আমাদের কর্মীরা শাবকটিকে নিবিড় পরিচর্যায় দেখভাল করছিলেন। একদিন বয়সী শাবকটিকে গত ৫ জানুয়ারি পার্কে আনার পর থেকে নিয়মিত ল্যাকটোজেন-১ পানির সঙ্গে মিশিয়ে খাওয়ানো হতো।”
হাতি শাবকের মৃত্যুর পর চকরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আরিফ উদ্দিনের উপস্থিতিতে ময়নাতদন্ত করা হয়। তিনি জানান, বয়স অনুপাতে শাবকটির রোগ প্রতিরোধক্ষমতা গড়ে ওঠেনি। ময়নাতদন্তে শরীরে ভাইরাল ইনফেকশনের অস্তিত্ব পাওয়া গেছে।
ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকেলে ডুলাহাজারা সাফারি পার্কের ভেতরেই শাবকটির মৃতদেহ মাটিচাপা দেওয়া হয়।
বনকর্মীরা খবর পেয়ে শাবকটিকে উদ্ধার করে ডুলাহাজারা সাফারি পার্কের বন্যপ্রাণী (ভেটেরিনারি) হাসপাতালে হস্তান্তর করেন।
গত ২৪ এপ্রিল 'বাংলাদেশ প্রতিদিন' পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে সাফারি পার্কের অন্যান্য অব্যবস্থাপনার পাশাপাশি হাতি শাবকটির যত্নের ঘাটতির বিষয়টি তুলে ধরা হয়েছিল।
বিডি প্রতিদিন/আশিক