ভোলার চরফ্যাশনে যাত্রী উঠানোকে কেন্দ্র করে বাস শ্রমিক ও সিএনজিচালিত অটোরিকশা চালকদের মধ্যে সংঘর্ষে জেরে ভোলায় চলছে বাস ধর্মঘট।
গতকাল রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত ভোলার অভ্যন্তরীণ পাঁচটি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন এসব রুটে চলাচলকারী যাত্রীরা।
বাস মালিক শ্রমিকরা জানান, সিএনজি চালকদের বিচার না হওয়া পর্যন্ত বাস ধর্মঘট চলবে।
এদিকে সকাল থেকে বাস শ্রমিকরা ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল করেন। এসময় সিএনজিচালিত অটোরিকশা চলাচলে বাধার সৃষ্টি করে। এছাড়া একাধিক সিএনজিচালিত অটোরিকশা বাস ডিপোতে আটকে রাখে বলে অভিযোগ করেন অটোরিকশা চালকরা।
বাস মালিক সমিতির নেতারা জানান, সিএনজিচালিত অটোরিকশা চালকদের দৌরাত্মে বাস চলাচলে বিঘ্ন ঘটে। রাস্তায় চলাচলের কোনো বৈধ অনুমতি না নিয়েই তারা ভোলা- চরফ্যাশন সড়কে দাপিয়ে বেড়াচ্ছে। ভোলা-চরফ্যশন আঞ্চলিক মহাসড়ক থেকে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করার দাবি বাস মালিক শ্রমিকদের।
এদিকে বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। দূর দূরান্তের পথে অনেকেই বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ অটোরিক্সাসহ বিকল্প যানবাহনে চলাচল করছে। এছাড়া এসব যানবাহনে ভাড়া এবং সময় দ্বিগুণ লাগছে বলে অভিযোগ যাত্রীদের।
উল্লেখ্য, রবিবার বিকেলে চরফ্যাশনে যাত্রী উঠানোকে কেন্দ্র করে বাস শ্রমিক আর সিএনজি চালকদের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনার জেরে ভোলার অভ্যন্তরীণ ৫টি রুট ভোলা-দৌলতখান, ভোলা-তজুমুদ্দিন,ভোলা-চরফ্যাশন, ভোলা-ইলিশা ও ভোলা-ভেদুরিয়া রুটে বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিক সমিতি।
বিডি প্রতিদিন/নাজিম