চুয়াডাঙ্গার তাপমাত্রা চল্লিশ ছুঁই ছুঁই করছে। বুধবার (২৩ এপ্রিল) বেলা ৩টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিলো ২৮ শতাংশ। এ অবস্থায় মাঝারী তাপপ্রবাহে পুড়ছে জেলার মানুষ। ফলে শ্রমজীবী মানুষেরা বিপাকে পড়েছেন।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, মঙ্গলবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সে হিসাবে একদিনের ব্যবধানে জেলার তাপমাত্রা বেড়েছে ৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা বড় বাজার এলাকায় আসা ভ্যানচালক রবিউল ইসলাম বলেন, দু’দিন ধরে যে তাপ; তাতে খেটে খাওয়া মানুষের কষ্টের শেষ নেই। পেটের তাগিদে ভ্যান নিয়ে বাইরে এলেও যাত্রী অনেকটাই কম।
আবহাওয়া পর্যবেক্ষক রকিবুল হাসান বলেন, বৃষ্টিপাত ছাড়া আবহাওয়া শীতল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আগামী ৪/৫ দিন চুয়াডাঙ্গার আকাশে বৃষ্টির কোন লক্ষণও দেখা যাচ্ছে না। প্রতি বছরই এপ্রিলের শেষ দশকে চুয়াডাঙ্গার তাপমাত্রা কিছুটা বেশি থাকে।
বিডি প্রতিদিন/জামশেদ