পঞ্চগড় শহরের বানিয়াপট্টি এলাকায় গিনি হাউস জুয়েলার্স থেকে প্রায় অর্ধ কোটি টাকার বেশি স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে চুরির ঘটনাটি ঘটে। এ ঘটনার প্রতিবাদে জেলার সব জুয়েলারি দোকান বন্ধ ঘোষণা করেছে জুয়েলারি সমিতি।
স্থানীয়রা ব্যবসায়ীরা জানান, গিনি হাউস জুয়েলার্সের মালিক লব বনিকের মেয়ে লিপি বনিকের বিয়ে মঙ্গলবার। ঠিক এইদিনই ভোর বেলা দোকান থেকে চুরির ঘটনাি ঘটে। চোরেরা দোকানের স্টিলের আলমারি, সোকেস ও ড্রয়ার ভেঙে ৪০ ভরি স্বর্ণ, হাতের বালা, স্বর্ণের চেন, গলার হার, কানের দুল, ডায়মন্ডের আংটিসহ বিভিন্ন রেডিমেড স্বর্ণালঙ্কার নিয়ে গেছে।
চুরির খবর শুনে পঞ্চগড় সদর থানা এবং জেলা গোয়েন্দা পুলিশ জুয়েলারির দোকান পরিদর্শন করে তদন্ত করছেন। তবে এখন পর্যন্ত চুরির রহস্য উন্মোচন হয়নি। এদিকে, প্রথমবারের মত পঞ্চগড় জেলায় অর্ধকোটি টাকার স্বর্ণালঙ্কার চুরির প্রতিবাদে জেলা শহরের সব জুয়েলারি বন্ধ ঘোষণা করেছে স্থানীয় জুয়েলারি সমিতি।
ব্যবসায়ীরা আরও জানান, সোমবার রাতে প্রতিদিনের মত দোকান বন্ধ করে বাড়িতে যান লব বনিক। মঙ্গলবার সকালে তার ভাগিনা নন্দ রায় দোকান খুলতে এসে দেখেন দোকানে ভাঙচুর অবস্থা। এ সময় লব বনিককে ফোন করে জানায় তার দোকানে চুরি হয়েছে। পরে লব বনিক দোকানে এসে দেখেন তার দোকানের প্রায় অর্ধ কোটি টাকার বেশি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে।
মালিক লব বনিক জানান, আমার মেয়ের বিয়ের অনুষ্ঠান নিয়ে আমরা সবাই ব্যস্ত। এই সুযোগে চোরেরা আমার সর্বস্ব লুট করে নিয়ে গেছে। আমি চোরদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
গোয়েন্দা পুলিশের ওসির দায়িত্বে থাকা উপ পরিদর্শক মতিয়ার রহমান জানান, পঞ্চগড় সদর থানা এবং গোয়েন্দা পুলিশ সদস্যরা চুরির রহস্য উদঘাটনে কাজ করছে।
বিডি প্রতিদিন/নাজিম