রাজশাহী নগরীর হেতেম খাঁ এলাকায় জমি সংক্রান্ত বিরোধে আপন ভাই ও বোনকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় একব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মামলার একমাত্র আসামি তরিকুল ইসলামকে (৫২) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে রাজশাহী অতিরিক্ত মহানগর দায়রা জজ-১ আদালতের বিচারক আবুল কালাম আজাদ এ রায় ঘোষণা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৬ এপ্রিল রাত আড়াইটার দিকে পারিবারিক জমি নিয়ে বিরোধে তরিকুল ইসলাম তার ভাই সাদেকুল ইসলামকে নিজ বাড়িতে শাবল দিয়ে বুকে আঘাত করে হত্যা করে। এ ঘটনা তার বোন আক্তারা জাহান কল্পনা দেখে ফেললে তাকেও শাবল দিয়ে হত্যা করে। এসময় তরিকুল ভাবীসহ ৪ জনকে আহত করে। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে তরিকুলকে গ্রেফতার করে। ঘটনার দিন নগরীর বোয়ালিয়া মডেল থানায় নিহত সাদিকুলের ছেলে ইউসুফ আলি সিজার বাদী হয়ে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে একমাত্র আাসামী তরিকুল ইসলামের নামে আদালতে চার্জশিট প্রদান করেন।
অতিরিক্ত মহানগর দায়রা জজ-১ আদালতের অতিরিক্ত পিপি মোহাম্মদ শামীম আহমেদ জানান, এ মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য, তথ্য-উপাত্ত, যুক্তি-তর্ক ও শুনানি শেষে আদালত মৃত্যুদণ্ডের এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন। বাদী পক্ষ এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।
বিডি প্রতিদিন/এএ