ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সাড়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার তেজখালী গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটেছে। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
মঙ্গলবার তেজখালী ইউনিয়নের ভোলা মার্কেট এলাকায় অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।
এ সময় বক্তারা ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি করেন। ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হয়ে বিচার নিশ্চিত করার আহ্বান জানান তারা।
দশম শ্রেণীর শিক্ষার্থী সোহা মনি বলে, এলাকার একটি শিশু নারকীয় ধর্ষণের শিকার হয়েছে, একজন মেয়ে হিসেবে আমাদের জন্য শুধু লজ্জার নয় বরং ভীতিকর। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি, এমন নৃশংস ধর্ষকের প্রকাশ্যে ফাঁসির ব্যবস্থা করতে।
স্থানীয় শিক্ষার্থী তৃষা মনি বলে, সরকারের কাছে আমাদের দাবি হলো নারীদের নিরাপত্তা দেয়া হোক।
এনা হক বলে, যে ধর্ষণ করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ধর্ষককে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শান্তি ও ফাঁসির দাবি করছি।
শিশুটির নানা বলেন, আমার নাতনিকে খেলার কথা বলে ছাদে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে তামিম। আমরা চাই তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।
জানা গেছে, উপজেলার তেজখালী গ্রামে গত ১৪ এপ্রিল দুপুরে দিকে বাড়ির পাশে খেলা করার সময় প্রতিবেশী কুদ্দুস মিয়ার ছেলে তামিম (২২) তার পালিত পোষা বিড়াল দেখানোর কথা বলে কৌশলে শিশুটিকে তার বাড়ির ছাদের ওপর নিয়ে যায়। সেখানে তামিম ওই শিশুর ওপর পাশবিক নির্যাতন চালায়। পরে তামিমের বিল্ডিংয়ের চিপা গলিতে চিৎকার শুনতে পেয়ে তার পরিবারের লোকজন দৌড়ে এলে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে শিশুটিকে। এরপর শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। বর্তমানে শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, শিশুটির মা বাদী হয়ে একটি অভিযোগ দিয়েছেন। এটি মামলা হিসেবে রের্কড করা হয়েছে। আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/কেএ