খুলনার ফুলতলা উপজেলায় সুমন মোল্লা (২৮) নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে র্দুবৃত্তরা।
মঙ্গলবার দুপুর দেড়টায় উপজেলার জামিরা পিপরাইল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুমন পিপরাইল গ্রামের রকিব উদ্দিন মোল্লার ছেলে। ফুলতলা বাজারে সুমনের পশুখাদ্যের দোকান রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন মোল্লা মটরসাইকেলে চড়ে ফুলতলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। দুপুর দেড়টার দিকে জামিরা পিপরাইল নামক স্থানে পৌঁছালে তিন মোটরসাইকেল আরোহী তার গতিরোধ করে। এর মধ্যে অস্ত্রধারী এক যুবক সুমনকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি চালায়। একটি গুলি সুমনের ডান থুতনি ভেদ হয়ে বের হয়ে যায়। এ সময়ে সুমন মোল্লা মোটরসাইকেল থেকে ছিটকে পাশের ধান ক্ষেতে পড়ে যান।
আরও জানা গেছে, পরে ওই তিন যুবক কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা গুলির শব্দে ঘটনাস্থলে এসে সুমন মোল্লাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা দিলে পথে তার মৃত্যু হয়।
এ ঘটনার পর ফুলতলা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুজ্জামান খান ঘটনাস্থল পরির্দশন করেছেন। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নিহত সুমন মোল্লা একাধিক মামলার আসামি। কিছুদিন আগে একটি মারামারি মামলায় বেশ কিছুদিন হাজতবাস শেষে জামিনে বের হন। ধারণা করা হচ্ছে, স্থানীয় দুটি পক্ষের র্দীঘদিনের দ্বন্দ্বের শিকার হয়েছেন সুমন। হত্যাকারীদের আটকে পুলিশ চেকপোস্ট বসানোসহ অভিযান পরিচালনা করছে।
বিডি প্রতিদিন/কেএ