গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ফরিদপুরে বেসরকারি সংগঠন সমূহের উদ্যোগে মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে স্থানীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, এফডিএ’র প্রতিষ্ঠাতা মো. আজহারুল ইসলাম, বিএফএফ এর নির্বাহী পরিচালক আ.ফ.ম ফজলুল হাদী সাব্বির, পিডাব্লিউও’র পরিচালক হাফিজুর রহমান, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, একেকের নির্বাহী পরিচালক এম এ জলিল, পথকলি সংস্থার পরিচালক বেলায়েত হোসেন, ব্লাস্ট্রের সমন্বয়কারী শিপ্রা গোস্বামী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, গাজায় নিরীহ মানুষের উপর নির্মম ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। অবিলম্বে এসব হামলা বন্ধে জাতিসংঘের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি। একই সাথে হত্যাযজ্ঞের সাথে জড়িত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার দাবি করা হয় মানববন্ধন থেকে। মানববন্ধনে ফরিদপুরের বিভিন্ন এনজিও’র প্রতিনিধিরা ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন।
বিডি প্রতিদিন/জামশেদ