চুয়ডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, নিয়ম বহির্ভূত সংরক্ষণ ও মিথ্যা তথ্য দিয়ে ব্যবসা করায় দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গার ভালাইপুর মোড় এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ভোক্তার সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয় ও নিয়ম বহির্ভূত সংরক্ষণ করায় মনিরুল হকের মনির ফার্মেসিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৫১ অনুসারে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে মিথ্যা তথ্য দিয়ে ব্যবসা পরিচালনার করার জন্য আবুল কালাম আজাদের প্রতিষ্ঠান রোকেয়া ডেন্টাল কেয়ারকে একই ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয় এবং ব্যবসা প্রতিষ্ঠান দুটিকে একদিনের মধ্যে সমস্যাগুলো সমাধান করে কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন ঔষধ পরিদর্শক তাহমিদ জামিল, ক্যাব সদস্য ও জেলা পুলিশের একটি টিম।
বিডি প্রতিদিন/এএম