প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে নিজেদের কর্মী দাবি করে তার হত্যার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন করেছে জেলা ছাত্রদল।
আজ সোমবার (২১ এপ্রিল) দুপুরে দেবেন্দ্র কলেজ মাঠে এ কর্মসূচি পালন করা হয়। বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ বলেন, ‘ক্যাম্পাসে যারা খুন-সন্ত্রাস চালাচ্ছে, তারা দেশের শত্রু। ভবিষ্যতে যাতে কেউ এমন দুঃসাহস না দেখায়, সেজন্য উপযুক্ত শাস্তি প্রয়োজন।’
এ সময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজুর ইসলাম খান সজীব, সিনিয়র সহ-সভাপতি মৃদুল কান্তি মন্ডল ও সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়নসহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিহত পারভেজ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের ২২৩ ব্যাচের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক ছিলেন বলে মানববন্ধনে জানানো হয়। এর আগে শনিবার বনানীতে ছুরিকাঘাতে নিহত হন তিনি।
বিডি প্রতিদিন/জামশেদ