গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারীর আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনের সহ সভাপতি রেজাউল ইসলাম ও সহ-সাধারণ সম্পাদক খায়রুল বাকী শরীফসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা আজ অসহায়, দরিদ্র পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার সামগ্রীর প্যাকেট তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক নিরঞ্জন পাল, কার্যানির্বাহী কমিটির সদস্য আকমাল হোসেন হিরু, ইমরান হোসেন পলাশ, সাইফুল ইসলাম কায়েস, জহিরুল, রোমান মিয়া, সাইফুল ইসলাম, জুয়েল, সাব্বির প্রমুখ।
সংগঠনের সহ-সভাপতি রেজাউল ইসলাম বলেন, ঈদ হোক সবার; এই প্রতিপাদ্যকে ধারণ করে ফাউন্ডেশনের সকলের আশা আমরা একটি আধুনিক ও মানবিক সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে চাই। আমরা সকলকে নিয়েই ঈদ করতে চাই।
বিডি প্রতিদিন/এএ