বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জহিরুল হক শাহাজাদা মিয়া বলেছেন, দেশের মানুষ এখন ভোটের জন্য উম্মুখ হয়ে আছে। দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারেনি। তাই তারা এখন ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছেন। তাই বর্তমান সরকারের কাছে আবেদন দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন।
গতকাল শনিবার বিকেলে ফরিদপুরের সদরপুরে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সদরপুর উপজেলা বিএনপির আয়োজনে এ অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পরে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে সদরপুরের বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্র দুই হাজার নারী-পুরুষের মাঝে শাড়ী, লুঙ্গি বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ