সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে বরগুনার পাথরঘাটায় অন্তত অর্ধশত পরিবারে ঈদুল ফিতর পালিত হচ্ছে।
পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের হাতেমপুর গ্রামে অবস্থিত চৌধুরী মাসুম কৃষি ইনস্টিটিউট মাঠে আজ রবিবার সকাল ৮ টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। এতে প্রায় তিন শতাধিক মানুষ জামায়াত অংশগ্রহণ করেন। এতে ইমামতি আব্দুল কাদের।
তিনি জানান, প্রতিবছর সৌদি আরবের সাথে মিল রেখে পাথরঘাটায় বিভিন্ন গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/জামশেদ