সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের বিনোদপুরে ঈদ পালন করেছে প্রায় অর্ধশত পরিবার। সকালে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের হাজারবিঘি গ্রামের একটি বাগানে ঈদের নামাজ আদায় করেন অর্ধ-শতাধিক মানুষ। পরে তারা নিজেদের মধ্যে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
গত কয়েক বছর ধরে বিনোদপুর ইউনিয়নের হাজারবিঘি গ্রামের কিছু মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করে আসছে।
বিডি প্রতিদিন/আরাফাত