জুলাই গণ-অভ্যুত্থানে কুষ্টিয়ায় ১৪ জন শহীদ হয়েছেন। সেসব শহীদ পরিবারকে ঈদ উপহার সামগ্রী দিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।
শনিবার (২৯ মার্চ) ফাউন্ডেশনের প্রেসিডেন্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শহীদ পরিবারের হাতে স্মারকপত্র ও ঈদ উপহার তুলে দেয়া হয়।
এসময় কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব জাকির হোসেন সরকারসহ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতা ও বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ঈদ উপহার পেয়ে খুশী হয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে সেমাই, লাচ্ছা, চাল, ডাল, তেল, টুপি, জায়নামাজ সহ ঈদে একটি পরিবারের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী।
জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, 'কুষ্টিয়ায় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ১৪ জন পরিবারকে ঈদের উপহার ও স্মারকপত্র প্রদান করা হয়েছে। জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তাদের নির্দেশে ফাউন্ডেশনের পক্ষ থেকে এই উপহার পৌঁছে দেয়া হয়েছে। এতে খুশী হয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। এই ফাউন্ডেশনের পক্ষ থেকে সারাদেশের শহীদ পরিবারগুলোকে এই উপহার পৌঁছে দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে কুষ্টিয়ায় এই উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।'
এসময় ফাউন্ডেশনের খুলনা বিভাগের সভাপতি ও সাধারণ সম্পাদক, রাজশাহী ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকসহ ফাউন্ডেশনের ও বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/মুসা