পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়িতে জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকালে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ১০০জন সুবিধাভোগী ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঈদ উপহার বিতরণ করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
এসব উপহার বিতরণকালে জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, প্রতিবন্ধীদের পাশে আমরা সবসময় আছি। তারা আমাদেরই সন্তান। তাদের যে কোন প্রয়োজনে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সকলেই পাশে থাকবে বলে আশ্বাস দেন।
আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের ফুল দিয়ে ঈদের শুভেচ্ছা জানান এবং পরে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মো. শাহজাহান।
বিডি প্রতিদিন/জামশেদ