মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নওগাঁয় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও উপহার দেওয়া হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের পার-নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সিরাজুল ইসলাম।
প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে নওগাঁ সদর উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে তাদের প্রত্যেককে উপহার দেওয়া হয়।
এছাড়া, জেলার ১১টি উপজেলার সব মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে প্রত্যেক মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা এবং উপহার দেওয়া হয়।
বিডি প্রতিদিন/কেএ