মাতৃভূমির জন্য জীবন উৎসর্গকারী শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করলো ফেনীবাসী। স্বাধীনতা দিবসের (২৬ মার্চ) প্রথম প্রহরে একাত্তরের বীর সেনানীদের শ্রদ্ধা জানাতে ফেনী জেল রোডের শহীদ স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের ঢল নামে।
শহীদ বেদী ঢেকে যায় ফুলে ফুলে। এ সময় সবার সবার মুখে ছিলো যুদ্ধাপরাধমুক্ত সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়।
২৬'শের প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানায় জেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দল, ছাত্র প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও অরাজনৈতিক সংগঠন।
এরপর সকালে ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়াম স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন, জেলা শিল্পকলা একাডেমিতে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এএ