মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণসহ নানা আয়োজনের মধ্য দিয়ে পার্বত্য জেলা খাগড়াছড়িতে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। আজ বুধবার স্বাধীনতা দিবসে ভোর থেকেই খাগড়াছড়ি চেঙ্গী স্কোয়ার কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে ভিড় করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সূর্যোদয়ের পূর্বে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস আয়োজনে দিনের সূচনা হয়। সকালে শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন নানা শ্রেণির মানুষ। এ সময় ফুল হাতে শহিদ মিনারে সমবেত হন তারা।
পর্যায়ক্রমে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে প্রথমে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খাগড়াছড়ি ইউনিট কমান্ড মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার ও পুলিশ সুপার আরেফিন জুয়েল।
পরে খাগড়াছড়ি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, খাগড়াছড়ি সিভিল সার্জন, খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র নেতা, খাগড়াছড়ি প্রেস ক্লাব সহ বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের সদস্যরা ফুলেল শ্রদ্ধা জানান। বেলা বাড়ার সাথে সাথে ফুলে ফুলে ঢেকে যায় শহিদ মিনারের পুরো বেদি।
স্বাধীনতা দিবস উপলক্ষে টাউন হল প্রাঙ্গণে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
বিডি প্রতিদিন/জামশেদ