কক্সবাজারের গভীর সমুদ্রে ‘এফবি রাইসা-১’ নামে একটি বিকল ফিশিং বোট থেকে ২২ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন। উদ্ধারকৃত সকলেই লক্ষ্মীপুরের বাসিন্দা।
তিনি জানান, সোমবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পাওয়া যায় যে ‘এফবি রাইসা-১’ নামের ফিশিং বোটটি কক্সবাজারের এলিফ্যান্ট পয়েন্ট থেকে আনুমানিক ১৬ কিলোমিটার দূরে ইঞ্জিন বিকল হয়ে উত্তাল সমুদ্রে ভাসছে।
সংবাদ পাওয়ার পর কোস্ট গার্ডের অপারেশন ‘সমুদ্র প্রহরা’-য় নিয়োজিত জাহাজ বিসিজিএস মনসুর আলী উদ্ধার অভিযান শুরু করে।
টানা ২৫ ঘণ্টার অভিযানের পর মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় বিকল হওয়া বোটসহ ২২ জন জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
বিসিজি স্টেশন কক্সবাজার উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করে। এরপর মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে বোটসহ জেলেদের হস্তান্তরের ব্যবস্থা করা হয়।
তিনি আরও জানান, বোটটি গত ১১ মার্চ চট্টগ্রামের নোয়াখালী উপকূল থেকে মাছ ধরতে সমুদ্রে যায়। কিন্তু ১৪ মার্চ থেকে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় তারা সমুদ্রে আটকা পড়েন। অবশেষে মোবাইল নেটওয়ার্ক পেয়ে ৯৯৯-এ কল করলে কোস্ট গার্ড তাদের উদ্ধারে এগিয়ে আসে।
বিডি প্রতিদিন/আশিক