দিনাজপুরের বিরলে বিএনপির আনন্দ মিছিল ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকল মামলায় আদালত কর্তৃক নির্দোষ প্রমাণিত হওয়ায় আজ সোমবার দুপুরে এ আনন্দ মিছিল ও র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে বিরল বাজারে সমাপণী বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আ ন ম বজলুর রশীদ কালু।
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আ ন ম বজলুর রশীদ কালু এর নেতৃত্বে মিছিলটি বিরল পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিরল পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন, সহ-সভাপতি আসাদুল হক হিরা, ইস্কান্দার হাসান, আব্দুল ওয়াহেদ, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক আল মামুন রশিদ রাজু, দপ্তর সম্পাদক ও উপজেলা তাঁতী দলের আহ্বায়ক লুৎফর রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/জামশেদ