বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে দুই বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করা হয়েছে।
দুই বাংলাদেশি হলেন-মাদারীপুরের বাজিতপুর থানার কমলাপুর গ্রামের নিরোদ বৈদ্যের ছেলে লিটন বৈদ্য (২৭) ও বরিশালের আগৈলঝাড়া থানার চাঁদনিশিয়া গ্রামের খলিল উদ্দিনের মেয়ে সানজিদা আক্তার রুমি (২১)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।
এতে জানানো হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত বেনিপুর বিওপির পাশে এ পতাকা বৈঠকে নেতৃত্ব দেন বেনিপুর কম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার উবায়দুল্লাহ ও বিএসএফের পক্ষে পুটিখালী কোম্পানি কমান্ডার এসি হিমাংগু সরমা।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় তারা বিএসএফের হাতে আটক হন। বিএসএফ তাদের ফেরত নেওয়ার জন্য বিজিবিকে আহ্বান জানায়। রাতে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের পর তাদের ফেরত আনা হয়।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ উদ্দিন জানান, দুইজনকে থানায় নিয়ে এসেছেন বিজিবি সদস্যরা। একজন নীরকে যশোর জাস্টিস এন্ড কেয়াবে পাঠানো হবে। অন্যজনের মামলা হয়েছে, তাকে আদালতে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/নাজিম